বিগত ২১ ডিসেম্বর ২০২০ তারিখে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট এর আয়োজনে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায় "ক্যামেলিয়া খোলা আকাশ স্কুলের" মডেলে ক্ষুদ্র চা চাষীদের চা আবাদীতে প্লাকিং, প্রুনিং ও পোকামাকড়-রোগবালাই দমন শীর্ষক হাতেকলমে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন শেরপুরের গারো হিলস টি কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমজাদ হোসেন ফনিক্স। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সুবর্না সরকার। অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ আলী, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তৌফিক আহম্মদ এবং ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও নর্দান বাংলাদেশ প্রকল্পের পরিচালক ড. মোহাম্মদ শামীম আল মামুন।
Share with :
চেয়ারম্যান
মেজর জেনারেল মো: জহিরুল ইসলাম, এনডিসি, পিএসসি; চেয়ারম্যান, বাংলাদেশ চা...